সিবিএন:
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সহ- সভাপতি রাশেদুল হক রাশেদের পিতা মোহাম্মদ শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা ২০ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বাদে আছর নুর পাড়াস্থ উমিদিয়া মাদ্রাসা’র মাঠে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ছাড়া বিপুল লোকজন অংশ নেন।

রাশেদুল হক রাশেদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ এড.শামীম আরা স্বপ্নাসহ নেতৃবৃন্দ।
পৃথক শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।