প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত আগামী ১৫-১৬ জানুয়ারি সারা বাংলাদেশের ন্যায় পৌরসভার যাবতীয় সেবা বন্ধ রাখা ও অবরোধ কর্মসূচি সফলভাবে পালনের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ইউনিটের এক সভা ০৯ জানুয়ারী ৫:০০ ঘটিকার সময় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো: খোরশেদ আলম, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজন। কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, পৌর সচিব মো: রাছেল চৌধুরী, সহকারী প্রকৌশলী মীর মো: সিরাজুল কালাম আজাদ বাবুল, লাইসেন্স ইন্সপেক্টর নুরুল হক, প্রচার সম্পাদক কবির আহমদ, সহকারী কর আদায়কারী শাওন চক্রবর্তী, নিরূপন শর্মা, ইপিআই সুপারভাইজার শেলী সুলতানাসহ প্রমুখ। বক্তাগণ সারাদেশে অন্যান্য পৌরসভার ন্যায় এক দফা, এক দাবী সরকারি কোষাগার থেকে পেনশনসহ বেতন ভাতাদি আদায়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফলভাবে পালনের জন্য সকলের স্বত:স্ফূর্ত সহযোগিতা কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।