বার্তা পরিবেশক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ^বিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে উঠা ঢাকা বিশ^বিদ্যালয়ের এক সময়ের তুখোড় মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওসমান গণি মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ধলঘাটা-মাতারবাড়ী প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেন। সকাল ৮ টা নাছির মোহাম্মদ ডেইল থেকে গণ সংযোগ শুরু করে একে-একে উত্তর মহুরীঘোনা, দক্ষিণ মহুরীঘোনা, পানিরছড়া কিচরিবুনিয়া এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর মাতারবাড়ীতে নির্ধারিত আগামী ২৫ জানুয়ারীর জন সভাকে ব্যাপক ভাবে সফল ও সার্থক করতে এলাকাবাসীর সর্বাত্বক সহযোগীতা কামনা করেন। সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রয়াত শাহাজাহান চৌধুরীর জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে উত্তর সুতুরিয়া ও সুতুরিয়া বাজারের দোকান মালিক ও সর্বস্থরের জনতার সাথে মত বিনিময় করেন। পরবর্তীতে ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার সফলতার জন্য আলোচনা সভায় মিলিত হন। সেখান থেকে দুপুর ২ টার দিকে মাতারবাড়ী পর্দাপন করেন। মাতারবাড়ীর শাইরার ডেইল, বাংলা বাজার, সিএনজি স্টেশন হয়ে মাতারবাড়ীর প্রবেশদ্বার রাজঘাটে এসে বিকাল ৫ টার দিকে দিনব্যাপি গণসংযোগ প্রোগ্রামের সমাপ্তি ঘটান। গণ সংযোগকালে মাতারবাড়ী-ধলঘাটার উৎসুক জনতা মাননীয় প্রধান মন্ত্রীর জনসভার স্থান নির্ধারণ নিয়ে শংকা প্রকাশ করলে তিনি এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান এবং সংক্ষুব্দ এলাকাবাসীকে আশ^স্থ করেন মাননীয় প্রধানমন্ত্রী মাতারবাড়ীর মাটি ও মানুষকে অনেক বেশী ভালবাসেন তাই সরকারের সবচেয়ে বড় বড় প্রকল্পগুলো মাতারবাড়ীতেই হচ্ছে এবং প্রধানমন্ত্রীর জনসভাও ইনশাআল্লাহ মাতারবাড়ীর মাটিতেই হবে। তিনি গণ সংযোগকালে ধলঘাটা-মাতারবাড়ীবাসির অধিগ্রহণকৃত জমির উপযুক্ত মুল্য নির্ধারণ, ক্ষতিগ্রস্থ পরিবারদের পুর্ণবাসন ও স্থানীয় কোটায় চাকুরীর অগ্রাধীকার প্রাপ্তির বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ’কে ইতি পূর্বে অবহিত করেছেন এবং ভবিষ্যতেও এলাকাবাসীর যেকোন যৌক্তিক দাবী-দাওয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে জানানোর প্রতিশ্রুতি দেন। মহেশখালীর বিচ্ছিন্ন দুই উপদ্বীপ ধলঘাটা মাতারবাড়ীর আমজনতা বরাবরই তাদের একমাত্র ঠিকানা তাদের প্রিয় নেতা ওসমান গণিকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অবশেষে তাদের প্রিয় নেতার তদবিরে সরকারের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী “নসরুল হামিদ বিপু’র” মাতারবাড়ীতে এসে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা মাতারবাড়ীতে হবে। এই চুড়ান্ত সিদ্ধান্তের পরে ধলঘাটা-মাতারবাড়ীবাসী উচ্ছাসে ফেটে পড়েন এব্ং প্রিয় নেতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।