ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতির দ্বিতীয় দিনে ২ জানুয়ারী (মঙ্গলবার) কুতুবদিয়ার ৪ ইউনিয়নে কোন টিকা পৌছেনি। ফলে ওই চার ইউনিয়নের ১২টি টিকা কেন্দ্রের ১৮৫টি শিশু পূর্ব নির্ধারিত টিকা পায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতির প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারী (সোমবার) উপজেলায় টিকার কোন সিডিউল ছিল না। ২ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ১, ২, ৩, দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১, ২, ৩, লেমশীখালী ইউনিয়নের ১, ২, ৩ এবং কৈয়ারবিল ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে মোট ১২টি কেন্দ্রে টিকা দেয়ার সিডিউল ছিল কিন্তু কোন কেন্দ্রে স্বাস্থ্য সহকারী যায়নি। ফলে ওই ১২ টিকা কেন্দ্রে মোট ১৮৫ জন শিশু টিকা পেল না।

ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান জানান, মঙ্গলবার ৪ ইউনিয়নে ১২ কেন্দ্রে টিকার সিডিউল থাকলেও স্বাস্থ্য সহকারীরা কেন্দ্রে না যাওয়ায় টিকা সরবরাহ করা সম্ভব হয়নি।