সিবিএন:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ রফিকুল ইসলাম আয়ুবী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রাম শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম এড. আয়ুবী পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামের মৃত আয়ুব আলী’র পুত্র এবং সাবেক পিপি এড. ছৈয়দ আহমদের ছোট ভাই।
তিনি বর্তমানে শহরের বদরমোকাম এলাকার বাসিন্দা।
গ্রামের বাড়ি উজানটিয়ায় আজ আসরের নামাজের পর মরহুমের নামাজে জানাযা শেষে সেখানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
মরহুম এডভোকেট মোঃ রফিকুল ইসলাম আয়ুবী ১৯৯০ সালের ১৬ এপ্রিল থেকে কক্সবাজার জেলা বারে যুক্ত হন। পেশাগত জীবনে তিনি সবার পরিচিত। তাকে অমায়িক ব্যক্তি হিসেবে সবাই চিনতেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট রফিক আর নেই
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
