মো. রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১ বছর পূর্তিতে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ মার্চ। ২৯শে ডিসেম্বর বিকেলে হাইস্কুল মাঠে প্রাক্তন ছাত্রদের দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ ও ৩টি উপকমিটি গঠন করা হয়। পুনর্মিলন উৎসব উদযাপন কমিটির অস্থায়ী আহবায়ক ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. শওকত আলম শওকতের সঞ্চালনায় ৪র্থ এ প্রস্তুতি বৈঠকে মতামত উপস্থাপন করেন প্রাক্তন শিক্ষার্থী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজী, জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, জালালাবাদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক গিয়াস উদ্দীন, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আতা উল্লাহ, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকো, ঈদগাঁও উপজেলা যুবদল সভাপতি মো. আযমগীর, সংগঠক কাফি আনোয়ার, ক্রীড়া ভাষ্যকার সাকলাইন মোস্তাক, সৈয়দ শাহরিয়ার হাসান প্রমুখ। বৈঠকে উপস্থিতিদের মতামত সাপেক্ষে অর্থ/জমাদার, প্রাক্তন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন, প্রচার ও খসড়া লোগো তৈরি উপ-কমিটি গঠন করা হয়। অর্থ কমিটির সদস্যরা হচ্ছেন ব্যবসায়ী যথাক্রমে জাফর আলম এম.এ, শাহনেওয়াজ চৌধুরী মিন্টু ও খুরশেদ আলম। রেজিষ্ট্রেশন কমিটির সদস্যরা হচ্ছেন কাফি আনোয়ার, আতা উল্লাহ, মো. রাশেদুল করিম, মো. আযমগীর, ওসমান সরওয়ার ডিপো, মো. মোফাচ্ছেল, রাজিবুল হক রিকো, মোহাম্মদ আলী, রাশেদ উদ্দীন রাসেল, মো. সোহেল রানা ও তানভিরুল ইসলাম আয়ুব। প্রচার কমিটির মধ্যে রয়েছেন এস.এম তারেকুল হাসান (তারেক), আবু বক্কর, শেফাইল উদ্দীন, শাহিদ মোস্তফা ও গিয়াস উদ্দীন। লোগো তৈরি কমিটিতে রয়েছেন ইমরুল হাসান রাশেদ (২০০৩), রাজিবুল হক রিকো, মনিষ আচার্য্য ও তাসনিমুল হাসান। বৈঠকে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম (৮০), পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ (৭৫), ভারুয়াখালীর সাবেক চেয়ারম্যান আমিনুল হক (৭৮)। এছাড়াও ছিলেন ছব্বির আহমদ এম.এ, আলহাজ¦ আবদুচ ছালাম, মাষ্টার হাবিব উল্লাহ হাবিব, মাষ্টার শেখ মো. আবু শামা, মা. বেদারুল ইসলাম, মাষ্টার জাকের হোছাইন, মনিরুল হাসান বাপ্পি, শহিদুর রহমান শহিদ, সাহাব উদ্দীন চৌধুরী, লুৎফুর রহমান আজাদ লুতু, মোহাম্মদ ছলিম উল্লাহ সলিম, হেফাজতুর রহমান, ডা. তারেকুল ইসলাম, রেজাউল করিম, মো. মোসাদ্দেক হোছাইন, আসিফ ইকবাল, বোরহান উদ্দীন, রুবেল দে, মো. সেলিম, নুরুল হুদা, নুরুল ইসলাম, মো. রিয়াদ, হেলাল উদ্দীন, শিবলী মাহমুদ ইব্রাহিম, হেলাল উদ্দীন, রাশেদ কামাল, আহমদ শাকিল, মো. শহিদুল আলম, নাছির উদ্দীন, মিনহাজ, সাইফুর রহমান সবুজ, মোহাম্মদ ইমরান, বিপ্লব রুদ্র, ছৈয়দ হোছন, মো. বেলাল উদ্দীন, মনজুর আলম, মো. আবদুল কাদের, আবুল হোছাইন, ইকবাল হাসান রনি, শহিদুল ইসলাম, রাহুল পাল, আরিফুল হক, আশরাফ আজিজ, জাহাঙ্গির মেম্বার, মোহাম্মদ হাবিব উল্লাহ, মিজবাহ উদ্দীন, মো. রেজাউল করিম, এম. শফিউল আলম আজাদ, মো. ফরিদুল ইসলাম, মো. ফরিদুল আলম, আবু নাছের ভুট্টো, নুরুল আমিন, সাহাব উদ্দীন, সাইফুদ্দীন, আমিনুল ইসলামসহ বিগত কমিটি সমূহে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা। আরো ছিলেন অধ্যাপক ফিরোজ আহমদ, সাবেক মেম্বার মমতাজ আহমদ, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মো. সিরাজুল হক, বজল আহমদ, হুমায়ুন কবির হুমু, এডভোকেট একরামুল হক, সাংবাদিক মো. রেজাউল করিম প্রমুখ।