শাহিদ মোস্তফা শাহিদ:
রামু উপজেলায় এক বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদলের প্রহারে তিন নারী গুরুতর আহত হয়েছে ।ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তারা।২৮ ডিসেম্বর রাত আনুমানিক ২.১৫ মিনিটের দিকে চা বাগান রেষ্ট হাউস মোর এলাকার সৌদি প্রবাসী আলহাজ্ব রুস্তম আলীর বাড়িতে  এ ঘটনা ঘটে। আহতরা হল বৃদ্ধ মা মেহেরুনেচ্ছা,বোন জেসমিন আক্তার ও রোকসেনা আক্তার।

রুস্তম আলীর পুত্র আজিম উদ্দীন রুবেল জানান, ৫/৬ জনের মুখোশ পরিহিত ডাকাতদল তার বাড়ি দরজা ভেঙ্গে নারীদের উপর উপর্যপুরী হামলা চালিয়ে আলমিরায় রক্ষিত ৩০ ভরি উজনের স্বর্ন, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে  রামু হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় সদর হাসপাতালে রেফার করে।

তাৎক্ষনিক খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, রামু থানার ওসি লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।