শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধস্ত হয়েছে। বিমানের একটি অংশ মহেশখালী পৌরসভাস্থ আমির চাঁদপাড়ায় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আকাশে বিকট শব্দ হয়ে বিধস্ত হয়। এই অংশটি দাউ দাউ করে জ্বলছে। অন্য অংশটি ছোট মহেশখালীর লম্বাঘোনা এলাকায় পড়ছে বলে শোনা যাচ্ছে। স্থানীয়দের দেয়া তথ্য। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রশিক্ষণ বিমানটিতে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে বিমানটি তিন টুকরা হয়ে মহেশখালীর বিভিন্ন অংশে পড়েছে। ঘটনাস্থলে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও থানা পুলিশ।
বিস্তারিত আসছে—-