প্রেস বিজ্ঞপ্তি:

৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় কক্সবাজার লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছাত্রনেতা মোরশেদ হোসাইন তানিমের সঞ্চালনায় ওই প্রস্তুতি সভায় ব্যাপকভাবে ও বর্ণাঢ্যভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন করার লক্ষে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঈসমাইল সাজ্জাদ, জালাল উদ্দিন মিঠু, রউফ নেওয়াজ ভুট্টো, যুগ্ন-সম্পাদক জাহেদ সিকদার রুবেল, সাংগঠনিক সম্পাদক, শাখাওয়াত হোসেন ও আব্দুল মজিদ। সভায় সিদ্ধান্তের মধ্যে রয়েছে, এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে কক্সবাজার শহরকে বর্ণিল সাজে সাজাবে ছাত্রলীগ। র‌্যালী এবং অন্যান্য কর্মসূচী সুশৃংখলভাবে পালন করার লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যেসব উপজেলায় কমিটি এখনো গঠন করা হয়নি তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্ব-স্ব ইউনিটের করণীয় নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোসাব্বির হোসাইন তানিম, সাধারণ সসম্পাদক মোস্তফা ইমন, কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তামজীদ পাশা ও সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক হারেছ চৌধুরী, মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ন-আহ্বায়ক হালিমুর রশীদ, মোবারক হোসেন বারেক, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাউর রহমান তুহিন, ঈদগাঁও সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ উদ্দীন, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক এহেতাশামুল হক, মাতামুহুরি সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বেলাল।

সভায় বক্তারা বলেন- ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ইউনিয়ন ও গ্রামে-গঞ্জে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পুনরায় ক্ষমতায় এসে যাতে উন্নয়নের ধারা অব্যহত রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবথেকে বিশ^স্থ ভ্যানগার্ড হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাই আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী কাজ করতে হবে।

প্রস্তুতি সভায় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

প্রস্তুতি সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর চট্টলা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।