মোস্তফা কামাল, ডুলাহাজারাঃ

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বন কর্মকর্তারা অভিযান চালিয়ে হাঙ্গর মাছ ভর্তি পিক আপ সহ ২ পাচারকারীকে আটক করেছে।

রবিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিনের নেতৃত্বে কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা (স্পেশাল ওসি) মেহেদী হাসানের টহলদার টিম অভিযান চালিয়ে সামুদ্রীক হাঙ্গর মাছ ভর্তি পিক আপ সহ পাচারকারীদের আটক করতে সক্ষম হয়। আটককৃত পাচারকারীরা হচ্ছেন, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উসমানগঞ্জ ইউনিয়নের হাছানগঞ্জ এলাকার আলী হোসেনের পুত্র গাড়ী চালক মনির হোসেন (৩২) ও একই এলাকার জসিম উদ্দিনের পুত্র শরিফুল ইসলাম (২৫)। সূত্রে জানা যায়, এদিন পাচারকারীরা সামুদ্রিক ধরা নিষিদ্ধ হাঙ্গর মাছ মাছ বোঝাই করে একটি পিক আপ চট্টমেট্টো-ন ১১-৬১৩৭ নং গাড়িটি নিয়ে পাচারের উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন। এমন খবর পেয়ে বন কর্মকর্তরা অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় গাড়িটি থামিয়ে তাদের আটক করে ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে অভিযানের সত্যতা স্বীকার করে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, সামুদ্রিক প্রাণী হাঙ্গর মাছ পাচারকারী আটককৃত ব্যাক্তি ও বহনকারী গাড়িটির বিরুদ্ধে ২৫ ডিসেম্বর সকালে ডুলাহাজারা বন বিট কর্মকর্তা রাজিব উদ্দিন ইব্রাহিম বদী হয়ে সংশ্ল্যিষ্ট আইনে চকরিয়া থানায় একটি মামলা করেছেন। উক্ত মামলায় আদালতের অনুমতি নিয়ে হাঙ্গর মাছের সিদ্ধান্ত নেওয়া হবে।