আমান উল্লাহ আমান, টেকনাফ:
গ্যালারীর চারদিকে হাজার হাজার দর্শক। টানটান উত্তেজনা আর মহুর্মুহু করতালি। টেকনাফের দুই শক্তিশালী সিরাজ বাহিনী বনাম লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশের খেলা চলছিল। এটি টেকনাফের জালিয়া পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৭ এর প্রথম আসরের ৫ম দিনের খেলা।

২৫ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় খেলাটি শুরু হয়। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে সিরাজ বাহিনীর পক্ষে জানে আলম ড্যানি গোল করে খেলায় এগিয়ে যায়। তারপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে লেদা স্পোটিং ক্লাবের খেলোয়াড়রা। প্রথমার্ধে গোল শোধ করতে না পারায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচটি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। মাঠের চারদিকের দর্শকরা উল্লাসে মেতে পড়ে। অবশেষে দিতীয়ার্ধের ২৬ মিনিটেই রাজরু একটি সুন্দর কিকের মাধ্যমে গোল শোধ করে খেলা সমতায় ফিরে আনে লেদা স্পোটিং ক্লাবের অধিনায়ক ফাহিমের দল। এরপর উভয় পক্ষ আবারো গোল করতে মরিয়া হয়ে উঠে। এই মাঠের সাবেক চ্যাম্পিয়ন সিরাজ বাহিনীর দলের অধিনায়ক হেলাল নিশ্চিত দু’টি গোলের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলের বাইরে চলে যায়। অবশেষে ১-১ গোলে ড্র হয় খেলাটি। সিরাজ বাহিনীর ড্যানি সুন্দর খেলা উপহার দেওয়ায় কমিটি তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করে। খেলার পরিচালনার প্রধান রেফারির দায়িত্বে ছিলেন আবুল কাসেম, অন্যান্য ম্যাচ রেফারি হিসেবে ছিলেন, ওমর ফারুক মাসুম, মিল্টন দত্ত ও ৪র্থ রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ।

খেলার মাঠে উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফরহাদ, সদর ইউনিয়নের শাহ আলম মেম্বার ও আবদুল্লাহ মেম্বার, খেলা পরিচালনা কমিটির আহবায়ক তাজুল ইসলাম তাজু, মোঃ জুবাইর, মোবারক হোসাইন, জহির আহমদ, ইমাম হোসেন, জাফর আলম প্রমুখ।

মহুর্মুহু করতালি আর আনন্দ উল্লাস এবং টান টার উত্তেজনায় খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তুলে। নাফ সিটি একাদশের পক্ষে বিদেশী খেলোয়াড় আনা হলেও ফুলের ডেইল একাদশে কোন বহিরাগত খেলোয়াড় ছিলনা।

সিরাজ বাহিনী ফুটবল একাদশ ঃ জামাল (গোল রক্ষক), সালা উদ্দিন, জানে আলম ড্যানি, নুর কামাল, হারুন, আরিফ, হেলাল (অধিনায়ক), জাহাঙ্গীর, কমল, রিয়াজ উদ্দিন, মেসি, রানা, আজিজ, রাজ্জাক, জুবাইর, ইব্রাহিম, প্রধান কোচ, সহকারি কোচ বেলাল, প্রধান টিম ম্যানেজার মোঃ সিরাজ মিয়া, সহকারি টিম ম্যানেজার মোঃ কালু।

লেদা স্পোটিং ক্লাব ঃ নুরুল আমিন ফাহিম (অধিনায়ক), রাজু, সরোয়ার, কামাল, হুমায়ুন, দিদার, বুবু রাখাইন, সাইদী (গোল রক্ষক), শেখ আহমদ, শহীদ, জসিম, নুর কবির, রবিউল।