আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা সংবাদদাতা ও প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এমএইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বকোনের প্রতিনিধি এম জাহেদ চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ছোটন কান্তি নাথ, সহসভাপতি ও দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি জহিরুল আলম সাগর, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম জিয়াবুল হক, বাংলাদেশ প্রতিনিদিনের প্রতিনিধি জিয়া উদ্দিন ফারুক, যায়যায়দিনের প্রতিনিধি এম মনজুর আলম, আমার সংবাদের প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, আমাদের চট্টগ্রামের আবদুল করিম বিটু, আপনকণ্ঠের প্রতিনিধি আবুল হোছন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের অগ্রণি ভূমিকা রেখেছে। তিনি বলেন, ইত্তেফাক পত্রিকা এখনো মানুষের স্বাধীনতার কথা বলে। মফস্বলের যেকোন সমস্যা-সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সংবাদের বস্তুনিষ্টতা ধরে রাখতে সক্ষম হয়েছে।