সিবিএন:
পর্যটকদের সাগরে অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ওয়াটার বাইক ট্রেনিং শেষ হয়েছে। বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশরা এ ট্রেনিংয়ে অংশ নেন। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় এ ট্রেনিং।

ট্রেনিংয়ের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশন) মো. আশরাফুর রহমান। মো. আশরাফুর রহমান জাগো নিউজকে বলেন, সাগরের পানিতে যতক্ষণ পর্যটকরা থাকবেন ততক্ষণই আমাদের এ সেবা চালু থাকবে। এরপর ২৭ ডিসেম্বর থেকে কুয়াকাটায় এ ট্রেনিং হবে। সেখানেও ১০ জন ট্যুরিস্ট পুলিশ অংশ নেবেন।

জানা গেছে, প্রতিদিন লাবণী পয়েন্টে জেডস্কি (ওয়াটার বাইক) পর্যটকদের নিরাপত্তায় স্ট্যান্ডবাই থাকবে। বর্তমানে কক্সবাজারে ৩টা ওয়াটার বাইক আছে। আগামীতে আরও বাইক কেনা হবে এবং এসব ট্রেনিং অব্যাহত থাকবে বলে ট্যুরিস্ট পুলিশের এএসপি রায়হান কাজমি সোমবার জাগো নিজউজকে জানান।