ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ আব্দুর রহিম (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ডিসেম্বর) দুপুর ১টার দিকে মগনামা ইউনিয়নের ধারিয়াখালী এলাকা থেকে তাকে আটক করে। সে একই এলাকার বদিউল আলমের ছেলে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহিমকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। লিটনকে উক্ত ঘটনার সাক্ষী হিসেবে থানায় আনা হয়েছে। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে আটক আব্দু রহিমের ভাই আব্দুল মান্নানের দাবী, তার ভাইকে ফাঁসানো হয়েছে।

তিনি জানান, আব্দুর রহিম একজন লবণ চাষী। দুপুরে তিনি লবণ মাঠে পরিচর্যার কাজ করছিলেন। জমি দখল করতে স্থানীয় একটি চক্র তাকে পরিকল্পিভোবে ফাঁসাতে কাজটি করেছে।