মো. রেজাউল করিম, ঈদগাঁও:
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় এর ৭১ বছর পূর্তি উপলক্ষে মহা মিলনমেলার কার্যক্রম এগিয়ে চলছে। এ লক্ষ্যে প্রিয় এ প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর বাদে আসর। বিদ্যালয় মাঠে সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাচের বিপুল প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ১৯৭৫ ব্যাচের অধ্যাপক ফিরোজ আহমদ। প্রাক্তন শিক্ষার্থী ও অস্থায়ী আহবায়ক কমিটির সদস্য সচিব, ৮৪ ব্যাচের মো. শওকত আলম শওকতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে মতামত উপস্থাপন করেন ৭৩ ব্যাচের শিক্ষার্থী এম. মমতাজুল ইসলাম ও ডা. সাইফুদ্দিন ফরাজী, ৬৩ ব্যাচের শিক্ষার্থী অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা কামাল আহমদ, ৫৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক, ৮৭ ব্যাচের শিক্ষার্থী জাহানারা ইসলাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ২০০৫ ব্যাচের শিক্ষার্থী, বর্তমান সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ব্যারিষ্টার নুরুল আজিম, ৮৭ ব্যাচের যুবনেতা হুমায়ুন কবির হিমু, ৯৩ ব্যাচের কাফি আনোয়ার প্রমুখ। সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন ৭৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক। বক্তারা বলেন, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে, অতীত স্মৃতিতে হারিয়ে যেতে এবং বিভিন্ন ভাবে যারা ছিটকে পড়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে মিলনমেলা বলিষ্ট ভুমিকা রাখবে। বিশাল এ কর্মযজ্ঞ সুন্দরভাবে সম্পন্ন করতে উদ্যোগী ও এনার্জেটিকদের কাজে লাগাতে হবে। পুনর্মিলনের মাধ্যমে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রী পরষ্পরের সাথে পরিচিতির সুযোগ পাবে। এতে বিদ্যালয়ের মরহুম শিক্ষকদের মাগফিরাত কামনা করে এ উদ্যোগকে সুন্দর ও সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেন। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন শওকত আলী (৭৩), বজল আহমদ, মো. ছানা উল্লাহ (৭৫), বজলুর রশিদ, আবদুচ ছালাম (৭৭), জসিম উদ্দীন, নজরুল ইসলাম হোছাইনী (৮২), সরওয়ার কামাল (৮৩), জাহাঙ্গীর আলম (৮৬), নুরুল আমিন, নুরুল কবির (৮৯), শফিউল আলম (৯০), দিলীপ কান্তি দে (৯৩), আতা উল্লাহ বোখারী (৯৪), এম. এনামুল হক এনাম, মামুন সিরাজুর মজিদ, সাকলাইন মোস্তাক (৯৫), মোহাম্মদ আলম বিশাল (৯৬), রেজাউল করিম, জাহাঙ্গীর আলম রকি (৯৮), রতন কান্তি দে, ওসমান সরওয়ার ডিপো, জসিম উদ্দীন, আশেক আবছার (৯৯), তৈয়ব তাহের, হাসান তারেক, কামাল উদ্দীন, মোহাম্মদ ছলিম উল্লাহ (২০০০), মো. সেলিম (০১), মোস্তফা কামাল (০৩), রাশেদুল ইসলাম (০৪), মো. আবু হেনা (০৫), মো. মুশফিকুল করিম, মো. জসিম উদ্দীন, রমজান আলী, নুরুল ইসলাম, তাপস চৌধুরী, নুর মোহাম্মদ, আবুল কালাম, রুবেল কান্তি দে (০৬), বোরহান উদ্দীন মাহমুদ, সাহাব উদ্দীন, দেলোয়ার হোছাইন, টিপু দাশ, শুকান্ত দে (০৮), জুনাইদ হাসান (০৯), মো. আলমগীর (১০), শাহিদ মোস্তফা শাহিদ (১১), রাশেদুল ইসলাম, মো. সোহেল, মোহাম্মদ রফিকুল ইসলাম, আলমগীর, শাহেদ, কালিপদ (১২), সোয়াইবুল ইসলাম, রয়েল শর্মা (১৩), আবদুর রহমান নাহিদ, রাশেদুল ইসলাম, ইমরান খান ইমু, জাফর আলম মো. নুর এ শেফা, বেলাল উদ্দীন, রায়হান উদ্দীন (১৪), রাকিব আল হাসান, ফাহিম উদ্দীন, নয়ন দাশ (১৫), মোহাম্মদ ফয়সাল (১৬)। এছাড়াও সভায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী মাষ্টার হাবিব উল্লাহ, জাফর হেলালী, প্রাবন্ধিক জাহাঙ্গীর মোহাম্মদ, নুরুল আমিন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. রেজাউল করিম, এস. এম. তারিকুল হাসান (তারেক)।