মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

ঈদগাঁওর স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষাবান্ধব সংগঠন ‘ইউনিটি’ এর শিক্ষাবৃত্তি-১৭ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ২০ ডিসেম্বর দুপুরে বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফলাফল প্রকাশ করেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইবরাহীম। সংস্থাটির শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ২০ অক্টোবর স্থানীয় তিনটি কেন্দ্রে একযোগে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছিল। কেন্দ্র তিনটি হচ্ছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। পরীক্ষায় বৃহত্তর ঈদগাঁওর স্কুল ও মাদ্রাসাসহ ৫৭টি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ১২৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এতে ৪ ক্যাটাগরীতে উক্ত তিন শ্রেণি থেকে সর্বমোট ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ‘উত্তম মেধাবী’ ক্যাটাগরীতে কেউ বৃত্তি লাভ করেনি। ‘অধিকতর মেধাবী’ ক্যাটাগরীতে ৭ম শ্রেণির একজন শিক্ষার্থী, ‘মেধাবী’ ক্যাটাগরীতে বিভিন্ন শ্রেণির ১৫ জন এবং ‘সাধারণ’ ক্যাটাগরীতে ৫৩ জন বৃত্তি লাভ করে। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, বৃত্তিপ্রাপ্তদের শীঘ্রই বৃত্তির অর্থ প্রদান ও পুরস্কারের আয়োজন করা হবে। এছাড়া তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্পোকেন ইংলিশ কোর্স এবং যোগ্য মানুষ হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হবে। শিক্ষা বিভাগ পরিচালক এস. বিকাশ শর্মা পালন জানান, প্রকাশিত ফলাফল ইউনিটি এর ফেইসবুক আইডি (unity eidgah) এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রসমূহ হতে জানা যাবে। ফলাফল সংক্রান্ত তথ্যের জন্য ০১৮১৩-৯৯৬৬৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে। সংগঠন সূত্র জানায়, প্রকাশিত ফলাফলের পুনর্মূল্যায়নের আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর এবং পুনর্মূল্যায়িত ফলাফল ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে।