ছালাম কাকলী :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে পতাকা উত্তোলন ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মাতারবাড়ী রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৭ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ছাত্র-শিক্ষক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন । বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে স্কুল প্রাঙ্গনে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, ৮ টায় কোরআন তেলোয়াত , সকাল ৯ টায় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও পরিচালনা কমিটির সদস্য সহ এলাকাবাসীরা বিজয় র‌্যালি বের করে মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট হয়ে উত্তর ঘাট ঘুরে বিভিন্ন অলিগলি পদক্ষিন করে। বিজয় র‌্যালি শেষে অত্র স্কুলের শিক্ষক মো: সেলিম এর সঞ্চালনায় ও অত্র স্কুলের প্রধান শিক্ষক উসমান গণি উসমানের সভাপতিত্বে বিজয় দিবস নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি আ’লীগ নেতা জাহাঙ্গীর বাদশা এম.এ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও ইউ.পি মেম্বার রিয়াজ উদ্দীন, আব্দুর রহমান ভুট্টো , ইউনুছ রহমান জসিম উদ্দীন , রাসেল , ছাদেক , ইয়াকুব নবী , মীর কাশেম , মো: দিলু , আরফাত , রিদুয়ান । এছাড়া শিক্ষকদের মধ্যে রয়েছে খোদেজা বেগম , হুর-ই জন্নাত , আমিরুন্নেছা আসমা , জিন্নাতুন্নেছা হুসনা প্রমূখ। বক্তব্যের শেষে নিত্যের সাথে বিভিন্ন গান পরিবেশন করে পুরো মঞ্চ মাতুয়ারা করে তোলেন নিক্তি ও জোহা নামের দুই কিশোরী ।