ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি করায় শহীদ বাবর নামের এক ছাত্রদল নেতাকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। ১৭ ডিসেম্বর (রবিবার) রাত সাড়ে ন’টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বড়ঘোপ উপজেলা গেইট থেকে তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এলে শহীদ বাবরকে পুলিশের হাতে তুলে দেন তারা। আটক শহীদ বাবর উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের মাষ্টার জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম বলেন, শহীদ বাবর নামক ফেসবুক আইডি থেকে শহীদ জিয়া বনাম মুজিব শীর্ষক পোস্টে বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর অশালীন মন্তব্য করায় ছাত্রদল নেতা শহীদ বাবরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কুতুবদিয়া থানার এস.আই (উপ-পরিদর্শক) জয়নাল আবেদীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পর কটুক্তির প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।