হুমায়ূন রশিদ,টেকনাফ :
কক্সবাজার জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও বিজয় র্যালী করেছে হ্নীলা শহীদ জিয়া স্মৃতি সংসদ।
১৬ ডিসেম্বর বিকাল ৪টায় উপজেলার হ্নীলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক যুগ্নআহবায়ক মুরাদ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ আলমের নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বিশাল বিজয় র্যালী হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন হ্নীলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি খালেক হোসেন রেনা, সহসভাপতি আনোয়ার, ফারুক, সালমান, ফরিদুল, রফিক, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ফায়সাল আমিন, প্রচার সম্পাদক আজাদ প্রমুখ। এতে নেতৃবৃন্দ মহান এই বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, টেকনাফ থেকেই সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতেই বাংলার গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা অত্র জনপদের ৪বারের নির্বাচিত সাবেক সাংসদ ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে সভাপতি এবং এডভোকেট শামীম আরা স্বপ্নাকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। আমরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মুরাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলায় হয়রানির ব্যাপারে সর্তক পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসার জন্য বিএনপি পরিবারের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়া যারা কালো টাকার বিনিময়ে দলীয় পদ দখলের জন্য কোন্দল ও বিভেদ জিঁইয়ে রেখেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।