সিবিএন : যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস -২০১৭ উদযাপন করেছে কক্সবাজার সিটি কলেজ । দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়  ।  তিনি বলেন , হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে । তাঁর সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। ৩০ লক্ষ শহীদের রক্ত বৃথা যায়নি। বিজয়ের হাসি আজ বাংলার ঘরে ঘরে। আমাদের জিডিপি বেড়েছে । শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। আমরা আজ পর মুখাপেক্ষী নই । নিজেদের উন্নয়ন নিজেরা করার সামর্থ অর্জন করেছি। কক্সবাজার সিটি কলেজ তার উজ্জল দৃষ্টান্ত । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অমিত ধাম , অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ , অধ্যাপক মইনুল হাসান পলাশ , অধ্যাপক শারমিন ছিদ্দিকা লিমা , আবদুল গফুর , মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শাহনুর আকতার । কোরান তেলোয়াত করেন নুরুল আবছার , গীতা পাঠ করেন উত্তম পাল , ত্রিপিটক পাঠ করেন উনুমং মারমা ।

দিনব্যাপী কর্মসূচীতে আরো ছিল সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন , শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ গ্রহণ , ফুটবল টুর্নামেন্ট , মুক্তিযুদ্ধের রচনা প্রতিযোগিতা , মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১ম , ২য় ও ৩য় স্থান অধিকারীদের অর্থ পুরস্কারের চেক প্রদান ।

ফুটবল প্রতিযোগিতায় ব্যবসায় শিক্ষা বিভাগ (লাল দল) মানবিক বিভাগ ( সবুজ দল ) কে ২-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেন। ছাত্রীদের গোল পোস্টে বল নিক্ষেপ প্রতিযোগিতায় ১ম হয়েছেন সুমি আকতার , ২য় হয়েছেন….. এবং ৩য় হয়েছেন …… । রচনা প্রতিযোগিতায় ১ম হয়েছেন শাহিন আকতার , ২য় হয়েছেন ফায়সাল ফারদিন ফাহিম  ও ৩য় হয়েছেন মু: খোরশেদুল ইসলাম ।

একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় ১ম হয়ে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন হাফেজ আহমদ , ৭ হাজার ৫ শত টাকা পেয়েছেন মোহাম্মদ মোর্শেদ , ৫ হাজার টাকা পেয়েছেন নুরশা ।

৩ পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন , অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা , অধ্যাপক মেঘলা দেব ও অধ্যাপক জোৎস্না ইয়াছমিন । পরে শিক্ষক ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।