শেফাইল উদ্দিন, কক্সবাজার সদর :

ককসবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়কে জায়গা জবর দখল চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ভূক্তভোগী প্রতিকার চেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগে জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ার মৃত হেফাজতুর রহমান গং এবং আজিজুর রহমান গংয়ের মালিকানাধীন ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়কে দীর্ঘদিনের ভোগ দখলীয় জায়গা জমি রয়েছে। সম্প্রতি একটি কুচক্রী মহল বাঁশঘাটা এলাকায় অপরের জায়গা জবর দখল চেষ্টার অপ পায়তারা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হেফাজতুর রহমান গং এবং আজিজুর রহমান গংয়ের মালিকানাধীন দীর্ঘদিনের ভোগ দখলীয় উক্ত এলাকার ১৩ শতক জায়গা জবর দখল চেষ্টার অপ পায়তারা চালাচ্ছে। উক্ত কুচক্রী মহলের ইন্ধনে ইউনিয়নের হরিপুর এলাকার সন্তোষ কান্তি দে’র নেতৃত্বে একটি চক্র উক্ত জায়গাটি দখলের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ভূক্তভোগী আজিজুর রহমান গংয়ের মিজানুর রহমান বাদী হয়ে সন্তোষ কান্তি দে’র বিরুদ্ধে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে এ অভিযোগ দেয়। অভিযোগ তদন্তকারী ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।