প্রেস বিজ্ঞপ্তি:

রামু উপজেলা বিএনপি সভাপতি সদ্য প্রয়াত এসএম ফেরদৌস চেয়ারম্যান এর স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজনে রামু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল তিনটায় রামু চৌমুহনী দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফোরকান আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আখতারুল আলম চৌধুরী।

এতে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা ছুরুত আলম চৌধুরী, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা শহীদুল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চেয়ারম্যান, সাহেদুজ্জামান বাহাদুর, ফয়সাল কাদের, সায়েদ আবুল আলা, জেলা বিএনপির সদস্য আবুল বশর মেম্বার, এডভোকেট এস্তাফিজুর রহমান, মুফিদুল আলম চেয়ারম্যান, মুজিবুর রহমান, শাহ আলম কোম্পানী, রামু উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক টিপু সুলতান, আবুল বশর বাবু, প্রচার সম্পাদক শাহনুর উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ সিকদার, সহ দপ্তর সম্পাদক আবুল কাশেম, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, গর্জনিয়া ইউনিয়ন সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, রাজারকুল ইউনিয়ন সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার রমিজ আহমেদ, খুনিয়াপালং ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কাউয়ারখোপ ইউনিয়ন সাধারণ সম্পাদক কাজী এম আবদুল্লাহ আল মামুন, রশিদনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আজিজুল হক আজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা সিকদার সফিউল্লাহ মনসুর,উপজেলা যুবদল সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা ছাত্রদল সভাপতি এসএ মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক আনছারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মনছুরুল হক, কৃষকদল সভাপতি মোহাম্মদ হানিফ জিহাদী, সাধারণ সম্পাদক হেমসেল সরওয়ার, বিএনপি নেতা আরিফুর রশিদ, এনামুল হক, মো. ফজলুল করিম, হামিদুল হক, মীর কাশেম, মো. আলমগীর, শ্রমিকদল সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুবদল নেতা আজিজুল আলম, মনজুর আলম, রুকনুজ্জামান চৌধুরী, মোস্তফা কামাল দানু মিয়া, ছাত্রনেতা সানা উল্লাহ সেলিম, আরিফুল ইসলাম, ওবাইদুল হক, জাকের, মিজানুর রহমান, আবদু গনি, স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফরহাদ প্রমুখ।

সভায় রামু উপজেলার ১১ ইউনিয়নে বিএনপি সভাপতি সদ্য প্রয়াত এসএম ফেরদৌস চেয়ারম্যান এর স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া রামু উপজেলা যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠন একটি করে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে। উপজেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

পরে উপস্থিত নেতৃবৃন্দের অংশগ্রহনে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে যথাযোগ্য মর্যাদায় ও ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ১৫ ডিসেম্বর রাত সাড়ে এগারটায় দলীয় কার্যালয়ে সকল নেতাকর্মী উপস্থিত হবেন এবং রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পন করবেন। এসব কর্মসূচিতে দলের সর্বস্তুরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য রামু উপজেলা বিএনপি’র সভাপতি, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস গত রোববার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। আগেরদিন শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় মোটর সাইকেল আরোহী এস এম ফেরদৌস দূর্ঘটনায় গুরুতর আহত হন।