সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী জাতীয় নির্বাচন হবে সব দলের অংশ গ্রহণমূলক নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে অওয়ামী লীগের খুন-গুমসহ জুলুম নির্যাতনের জবাব দিতে প্রস্তুত জনগণ। সুষ্ঠু নির্বাচন হলে বেগম জিয়ার নেতৃত্বেই সরকার গঠিত হবে। তখন আওয়ামী বাকশালী সরকার পালানোর পথ খোঁজে পাবেনা।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনটির জেলা সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম কথাগুলো বলেছেন। তিনি বলেন, আামদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সামনে এগুতে হবে। কেউ আমাদের যাত্রা ঠেকিয়ে রাখতে পারবেনা।
দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং গৃহকর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম বলেছেন, সবক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ। কেবল দুর্নীতিতে সফল। তারা জনগণকে বিশ্বাস করেনা। জন রায়কে ভয় পায় বলে বাকশালী পন্থায় ক্ষমতার চেয়ার ধরে রাখতে চায়। তিনি বলেছেন, বিনা ভোটে আর ক্ষমতায় থাকা যাবেনা। আগামী নির্বাচনে তার দাঁতভাঙ্গা জবাব দিতে দেশের মানুষ প্রস্তুত। এ সময় আওয়ামী লীগকে বাকশালী পন্থায় ক্ষমতায় থাকার স্বপ্ন ধুয়ে মুছে ফেলার আহবান জানান তিনি।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দিন কমিশনারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন, আইন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, টেকনাফ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোক্তার আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি আবদুশ শুক্কুর আজাদ, যুগ্ম-সম্পাদক আলমগীর বাবু, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল হুদা, আবদুল হালিম ভান্ডারী, সহ-সাধারণ সম্পাদক মো. ইছহাক, ক্রিড়া সম্পাদক মনসুর আলম, পর্যটন অঞ্চল শ্রমিক দলের সভাপতি এম. খাইরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহা আলম মুরাদ, আবাসিক হোটেল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, ১১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আবদুল গফুর, ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমানুল হক আমান প্রমুখ।
উপস্থিত ছিলেন- আবাসিক হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক সালাহ উদ্দিন, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক জিয়া, সাংগঠনিক সম্পাদক ছাদেক, ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাসুম, ১২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইউছুপ, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, শ্রমিক দল নেতা নুরুল হক, কবির আহমদ, জমির, আবদুল হাকিম, ছাত্রদল নেতা মহি উদ্দিন, মো. হোসেন মাদু, আবছার কামাল, জয়নাল আবেদীন, মিনহাজুর রহমান মিছবাহ, রফিক, রিফাত, শাহরুখ, রিপন, মোর্শেদ, সোহাগ প্রমুখ।