শাহেদ মিজান, সিবিএন
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী স্টেশনে ডাম্পার চাপায় সুমাইয়া জন্নাত দিয়া (১২) এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী উত্তর নলবিলা এলাকার নুরুল আবছারের কন্যা ও চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলপ্রার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালিয়াতলী বালুমহাল থেকে বালু বোঝাই করে যাওয়ার পথে একটি ডাম্পার স্টেশনে অবস্থানরত সুমাইয়া জন্নাত দিয়াকে ধাক্কা দেয়। এতে পড়ে গেলে ফের পিছনের এসে ডাম্পারটি আহত দিয়াকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাওনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গেছেন।

সত্যতা নিশ্চিত করে এসআই শাওন জানান, নিহত স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় ডাম্পারের চালক ও হেলপারতে আটক করা যায়নি।