প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক নেতা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা প্রচার সম্পাদক ও চাকমারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবিরের পিতা, রামু চাকমারকুল মাতবর পাড়ার বিশিষ্ট মুরুব্বী শফিকুল ইসলাম (৮০) ৮ ডিসেম্বর (জুমাবার), সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বা’দে আছর মাতবর পাড়ার জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন, মরহুমের ছেলে মাওলানা হুমায়ুন করিব। জানাযার পূর্বে বক্তব্য রাখেন মরহুমের ভাতিজা শিক্ষক নেতা হুসাইনুল ইসলাম মাতবর। নামাযের জানাযায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলান মোহছেন শরীফসহ বিশিষ্ট আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শোকার্ত জনতা অংশগ্রহণ করেন। বিশিষ্ট এ মুরুব্বীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা প্রচার সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সাবেক দায়িত্বশীল, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের পিতা, রামু চাকমারকুল মাতবর পাড়ার বিশিষ্ট মুরুব্বী শফিকুল ইসলাম (৮০) এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, জেলা যুগ্ম সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছি, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, চাকমারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ প্রমুখ। একই সাথে শোক প্রকাশ করেছেন, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোছাইনসহ দায়িত্বশীলবৃন্দ। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।