এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে ত্রি -বার্ষিকী সম্মেলন ও আলোচনা সভা ৭ ডিসেম্বর বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠ প্রাঙ্গনে ডা: পরিমল কান্তি দাশের সভাপতিত্বে ও জনি পালের পরিচালনায় অনুষ্টিত হয়। শুরুতে সম্মেলন উদ্বোধন করেন – জেলা হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সদস্য ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামাবাদ আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা চন্ডি আচার্য্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন – জেলা হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পুজা উৎযাপন পরিষদের সহ সভাপতি ডা: সনজিত দাশ, জেলা পুজা উৎযাপন পরিষদের সদস্য বলরাম দাশ অনুপম,জেলা হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদ চকরিয়া শাখার আহবায়ক রতন বরন দাশ, শহর শাখার সভাপতি কিশোর বড়ুয়া,জেলা হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য পরিতোশ দে, সদর আওয়ামীলীগ সদস্য অনুপম পাল অনু, সমাজ সেবক ড: অজিত দাশ,ব্যবসায়ী পরিমল কান্তি দেসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বীরা। সম্মেলনের শুরুতে ঈদগাও কালী মন্দিরের পুরৌহিত প্রয়াত অমর প্রসাদ ভট্রচার্য্যর জন্য এক মিনিট দাঁডিয়ে নিরবতা পালন করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিক্তিতে হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদ,সদর উপজেলা শাখার সভাপতি ডা: পরিমল কান্তি দাশ, সিনিয়র সহ সভাপতি বলরাম দাশ অনুপম,সাধারন সম্পাদক বিন্ডু আচার্য্য (অজয়)কে মনোনীত করা হয়।