হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের হ্নীলায় পড়ার ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ১০ বছরের এক শিশু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত শিশু টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভীবাজার এলাকার মিয়া বাড়ির আবদুস শুক্কুরের মেয়ে সানিয়া আকতার।

সানিয়ার ভাই ফয়সাল পুলিশকে জানিয়েছেন, নিজ বাড়ির পড়ার ঘরে জানালার সঙ্গে টাই লাগিয়ে গলায় ফাঁস দিয়ে তানিয়া আত্মহত্যা করে। সোমবার ৪ ডিসেম্বর রাত ১০টার দিকে সকলের অলক্ষ্যে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু সানিয়া আকতার (১০) কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।