এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মানিকপুর নতুনবাজারের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই ভাইকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গোলাম মোস্তফা বাদশা (৪৮) ও তার ছোট ভাই আবু জাহেদ (৩২)। তারা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর জমিদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আহতদের স্বজনরা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন পূর্বে ¯’ানীয় জাফর আলমের সাথে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গতকাল শুক্রবার চায়ের দোকানে বসা অব¯’ায় জাফর আলমের নেতৃত্বে ৭-৮জন লোক অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভাইকে আহত করে। রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।