প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, কুতুবদিয়ায় অগ্রসরমান শিক্ষা ব্যবস্থাকে নাশকতা করে থামানো যাবে না। যারা বিদ্যালয়ে অগ্নিসংযোগ করতে পারে তারা জাতির শত্রু। তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা প্রয়োজন। যেখানে কুতুবদিয়া উপজেলা শিক্ষাক্ষেত্রে অন্য উপজেলার চেয়ে এগিয়ে সেখানে বিদ্যালয়ের মত একটি জাতি গঠনের প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ আমাদের ব্যথিত করেছে। বিদ্যালয় পুড়ে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের মনে আঘাত লেগেছে। ক্ষতিগ্রস্ত এই বিদ্যালয়কে পুনঃ নির্মাণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া স্থানীয ধনাঢ্য ব্যক্তিদের এই বিদ্যালয়ে দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

শুক্রবার বেলা ২টায় কুতুবদিয়ার বড়ঘোপে নাশকতামুলক অগ্নিকান্ডে ভস্মিভুত হওয়া এ বি সি মডেল কিন্ডার গার্টেন স্কুল পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, য্গ্মু আহবায়ক এডঃ শেখ কামাল, শহিদুল ইসলাম লালা, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বড়ঘোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, য্গ্মু আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম,বড়মহেশখালী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান। বিকাল ৩টায় তিনি বড়ঘোপের দক্ষিণ মগডেই তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান মাস্টার আহমদ উল্লাহ, হাজী মোহাম্মদ আবু তাহের, বড়ঘোপ আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মেম্বার, উপজেলা ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন, কাইমুল হুদা বাদশা। বিকাল ৪টায় তিনি কুতুবদিয়া উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন কুতুবদিয়ায় চলমান উন্নয়ন কর্মকান্ড দ্রুত সম্পন্ন করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা এগিয়ে নিতে চাই কুতুবদিয়া উপজেলা কে। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুল আলম সিকদার ও রেজাউল করিম।