মো. রেজাউল করিম, ঈদগাঁও:

জালালাবাদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর বিকেলে ইউনিয়নের সওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ছেনুআরা বেগম (৩৫) উক্ত এলাকার ডেকোরেশন ব্যবসায়ী শফিক আহমদের স্ত্রী। তিনি ২ কন্যা ও ২ পুত্রের জননী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হন এ গৃহবধূ। ফ্রিজের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি এ দূর্ঘটনার শিকার হন। প্রায় আধঘন্টা পর মূমূর্ষূ অবস্থায় স্বজনরা তাকে ঈদগাঁও বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার মোক্তার আহমদ, জালালাবাদ আ.লীগ সাধারণ সম্পাদক ডা. এম. মমতাজুল ইসলাম রিয়াজ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের স্কুল পড়–য়া মেয়ে মুকিয়া ইসলামের শিক্ষক মোহাম্মদ আলম ও মৃত্যুর ঘটনা সত্য বলে জানান। এদিকে তার আকষ্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত এবং ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম। অন্যদিকে ঈদগাঁওর সাংবাদিক এ.কে.এম. জাহাঙ্গীর বাঙ্গালীর সহধর্মীনির অকাল মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। সাংবাদিক স্ত্রীর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকবৃন্দ।