পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার সর্ববৃহ বৃত্তি পরীক্ষা মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পেকুয়া শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।  ১৭ নভেম্বর সকাল ১০ টায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে এ বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এদিকে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক ও শহীদ জিয়া বি এম আই’র অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী জানিয়েছেন এবার মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ২০২৪ জন তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯৫০ জন। তৃতীয় শ্রেণীতে ৬৩৮ জন, চতুর্থ শ্রেণীতে ৫৬২ জন, ষষ্ঠ শ্রেণীতে ৪২২ জন, সপ্তম শ্রেণীতে ৩২৮ জন শিক্ষার্থী। তিনি আরো জানান বি এন পির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এলাকার ছাত্রছাত্রীদের মেধা যাচাই করার জন্য এ বৃত্তি পরীক্ষা চালু করেছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন পরীক্ষা কমিটির আহবায়ক ও শহীদ জিয়া বি এম আই’র অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, এনামুল হক চৌধুরী, শহীদ জিয়া বি এম আই’র হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল সাকীব, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, শহীদ জিয়া কলেজের পৌরনীতি বিষয়ের অধ্যাপক আজিজুল হক, জহিরুল ইসলাম, বদরুল আনাম, মোহাম্মদ ইফনুছ, ফরিদ উদ্দিন, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক শাহাব উদ্দিন, আবদুল মালেক, অধ্যাপক সুজন কান্তি নাথ। এতে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ছফওয়ানুল করিম, কক্সবাজার জজ কোটের আইনজীবি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু।