হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের প্রায় ৩০০ বছরের প্রাচীণতম জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। লেঙ্গুরবিল গ্রামের বাসিন্দা টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের উদ্যোগে ধর্মপ্রাণ সর্বসাধারণের সহযোগিতায় বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক অনুষ্টান ১৭ নভেম্বর শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জামিয়া এমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসার মুহতমিম মাওঃ ওবাইদুর রহমান। টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমের উপস্থাপনায় অনুষ্টিত সভায় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি প্রধান অতিথি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ও টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সাবেক মেম্বার ও লেঙ্গুরবিল বড় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মীর কাসেম, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, জামিয়া এমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওঃ তাহের, উত্তর লম্বরী মু’আজ ইবনে আবু সুফিয়ান মাদ্রাসার মুহতমিম আলহাজ্ব মাওঃ আবদুল হক হক্কানী বক্তব্য রাখেন। মুনাজাত পরিচালনা করেন জামিয়া এমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসার মুহতমিম মাওঃ ওবাইদুর রহমান।

এরপর প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি আনুষ্টানিকভাবে উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন এবং দ্রুত কাজ সম্পন্ন করার তাকিদ দিয়ে মসজিদ নির্মাণে সর্বাতœক সহযোগিতার ঘোষণা দেন। অনুষ্টানে লেঙ্গুরবিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মসজিদ নির্মাণ কমিটির সদস্যবৃন্দ, এলাকার মেম্বার, সাবেক মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লী, সাংবাদিক ও এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।