এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও:
কক্সবাজার সদরের অন্যতম বিদ্যাপীঠ ইসলামাবাদ দারুসসালাম একাডেমীতে ইবতেদায়ী সমাপণী পরীক্ষার্থীদের সফলতা কামনায় দুয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে দিকে একাডেমীর হলরুমে প্রধানশিক্ষক হাফেজ নূরুল আলমের সভাপতিত্বে ও শিক্ষা পরিচালক সাংবাদিক এইচ এম তৈয়ব জালালের সঞ্চালনায় অনুষ্ঠিত দুয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নূর ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দু শুক্কুর, ৭ নং ওয়ার্ডের মেম্বার আবু বকর সিদ্দিক বান্ডি, পরিচালনা কমিটির সভাপতি মোজাহের আহমদ, সদস্য শাহসালাম ও অভিভাবক সদস্য জাফর আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- একাডেমীর ইংরেজি শিক্ষক মনির আহমদ, আরবী শিক্ষক হাফেজ নূরুল হুদা, গণিত শিক্ষক রিদুয়ান সিফাত, আকাইদ শিক্ষিকা উম্মে সালমা, বাংলা শিক্ষিকা তাসলিমা আক্তার, কুরআন শিক্ষক হাফেজ জুনায়েদ, হিফজ শিক্ষক হাফেজ ঈসা, হারেছসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে একাডেমীর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পরীক্ষার আনুষঙ্গিক জিনিসপত্র তুলে দেওয়া হয়ে।

প্রসঙ্গত, দারুসসালাম একাডেমী ২০১৩ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়ে ২০১৪ সালের জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে।

২০১৬ সালে ৬ জন গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে সদরের প্রথম ও মানসম্পন্ন প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে আলোচনায় আসে।

চলতি বছর ১৯ জন শিক্ষার্থী ইবতেদায়ী সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
শিক্ষাপরিচালক হাফেজ মৌলানা কারী মুহাম্মাদ তৈয়ব জালাল জানান, ইন শা আল্লাহ, গতবারের চেয়ে এবার রেজাল্ট আরও ভাল করবে বলে আমরা ১০০% আশাবাদী।

এ ব্যাপারে প্রধান শিক্ষক হাফেজ নূরুল আলম সকলের নিকট দুয়া চেয়েছেন।