বার্তা পরিবেশক:

কক্সবাজার শহরতলীর দরিয়ানগরে পাখি নিধনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে শিশুর দল। তারা গত দুইদিনে অর্ধডজন পাখি শিকারীকে গুলতিসহ আটক করে। পরে পাখি নিধনকারীদের তিরস্কার ও তাদের গুলতি পুড়িয়ে নষ্ট করা হয়। এসময় পাখি শিকারীদের ঢিলের আঘাতে আহত একটি অতিথি পাখিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে দরিয়ানগর পাখির অভয়ারণ্যে অবমুক্ত করে দেয়া হয়।

রবিবার বিকালে শুরু হওয়া অভিযানটি গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয় স্কুলগামী শিশু মিনহাজ, আহমদ আসরার, আলীয়া, ইয়াসিন, রানা, সাজ্জাদ বাবু, রেশমী, হৃদয়, আসিফ, খোকা, আবদুল আজিজ ও নুর কামাল অংশ নেয়। পরে তারা উদ্ধারকৃত গুলতি পুড়িয়ে ধ্বংস করে। গুলতি পোড়ানো উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনবিভাগের ক্রেল প্রকল্পের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা ও স্থানীয় পাখি পর্যবেক্ষক সাংবাদিক আহমদ গিয়াস।