খালেদ হোসেন টাপু, রামু:
রামু পেঁচারদ্বীপ এলাকায় ভূমিদস্যু চক্রের হাতে অবৈধ দখলে থাকা কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা ভূমি অফিস। শনিবার পেঁচারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের টাঙানো সাইনবোর্ড জব্দ করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি জানান, একদল চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক সমুদ্রে জেগে ওঠা চর দখলের খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা ভূমি অফিস। অভিযানকালে আনিসুল হক „চৌধুরী সোহাগ ও আবু মোহাম্মদ জিয়া উদ্দিন খান নামের দুই ব্যক্তির নাম লেখা ২টি সাইনবোর্ড জব্দ করা হয়।

তিনি আরো জানান, সমুদ্রে জেগে ওঠা নতুন চর জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন জমি হতে পারে না। একারণে অভিযান চালিয়ে জেগে ওঠা ৪ একর নতুন চর দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো জানান, কিছু চিহ্নিত ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সাগর উপকূলীয় চর দখল করে পর্যটন ট্যুরিজম ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তিনি আরো জানান, অবৈধভাবে সাগরের পানি ব্যবহার এবং পানি স্বাভাবিক চলাচল বন্ধ করে এসব কার্যক্রম অবৈধভাবে চালিয়ে যাচ্ছেন এ ভূমিদস্যু চক্রটি।