বিশেষ প্রতিবেদক :

চকরিয়া আদালত পাড়ায় একটি মামলার বিষয়কে কেন্দ্র করে প্রতি পক্ষের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ৫ নভেম্বর সকাল ১২ টার দিকে চকরিয়া কোর্টের সামনের চায়ের দোকানে ঘটনাটি ঘটেছে। ছুরিকাঘাতে আহত জহির আহামদ (৪২) ও মোহাম্মদ মানিক(২৫)নামে দুই ব্যক্তি চা-খাওয়ার সময় অতর্কিত ভাবে হামলা চালায় চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ১ নং ওয়র্ডের মেম্বার জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ সিকদারসহ তার দলবল। ঘটনার পর হামলাকারী মেম্বারসহ অপরাপর ব্যক্তিরা পালিয় যায়।

জানা গেছে, উপজেলার সুরাজপুর-মানিকপুরের ১ নং ওয়ার্ড নতুন পাহাড় এলাকার জনৈক শামশুল আলম তার স্ত্রী নাহিদা মুলতানা (২৬)কে নির্যাতন পূর্বক পা ভেঙ্গে দিয়ে পিতার বাড়ীতে পাঠিয়ে দেওয়ার ঘটনায় ভূক্তভোগী নাহিদা বেগম বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি (সিআর) মামলা দায়ের করে। ওই মামলার বিষয়ে নাহিদার বড় ভাই জহিরুল ইসলামসহ কোর্টে গিয়ে হাজিরা দেওয়ার পূর্ব মুহুর্তে কোর্টের সামেনের চায়ের দোকানে চা-খাওয়ার সময় শামশুল আলম ও জাহেদ মেম্বার তার দল-বল নিয়ে হামলার ঘটনাটি ঘটিয়েছে। আহত জহিরুল ইসলাম ও মোহাম্মদ মানিক পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিজপানখালীর এলাকার খুইল্যা মিয়া সাওদাগরের পুত্র। ভূক্তভোগী নাহিদা আরো বলেন, গত দুই মাস আগে তাকে নির্যাতনের বিষয়ে মেম্বার জাহেদকে জানালে, জাহেদ মেম্বার তার স্বামী শামশুল আলমের পক্ষ নিয়ে হয়রানি করে আসছিলো। এতে নিরুপায় হয়ে আদালতের আশ্রয় নেয় নাহিদা। ঘটনার সময় কাগজপত্র, মোবাইসহ মালামাল ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবী করেন।