প্রেস বিজ্ঞপ্তি

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে এক আলোচন সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার সদর উপজেলা শাখা। শুক্রবার বিকালে ঈদগাও কেদ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব) ফোরকান আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, সদর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হক জিকু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ঈদগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমেদ, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ছিদ্দিক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা নুরশাদ মাহমুদ, ঈদগাও সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দিন। সভায় বক্তারা বলেন, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা, ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চারনেতা হত্যা ও ২১শে আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্ঠা একই সূত্রে গাঁথা। শেখ হাসিনাকে বারবার হত্যার প্রচেষ্ঠায় ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনেও ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার আবারো জয়যুক্ত করতে হবে। সভায় ৪ নভেম্বর ঈদগাও বাস স্টেশনে চত্ত্বরে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপির সমাবেশে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান।