মো. রেজাউল করিম, ঈদগাঁও:
ইসলামাবাদে আলোচিত সড়ক দূর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খোদাইবাড়ী নতুন রাস্তার মাথা নামক স্থানে ঐ দূর্ঘটনাটি ঘটেছিল। ঘটনার দিন টমটম চালক ও এর যাত্রী নিহত হয়েছিল। গুরুতর আহত জাফর আলম চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে মারা যান। তিনি মধ্যম পোকখালীর মৃত মো. ইছমাইলের পুত্র। মৃত্যুর বিষয়টি তার নিকটাত্মীয় রেজাউল করিম রেজু এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।

জানা যায়, খুটাখালী মেয়ের বাসা থেকে টমটম যোগে বাড়ী ফিরছিল নিহত জাফর আলম। তন্মধ্যে খোদাইবাড়ী নতুন রাস্তার মাথা নামক স্থানে পৌছলে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিবহন টমটম গাড়ীটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে টমটম চালকসহ নিহত হয়েছিল ২ ব্যক্তি। স্থানীয়রা উদ্ধার করে জাফর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দীর্ঘ ২০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান। উক্ত ঘটনায় মৃতের সংখ্যা ৩ জনে উন্নীত হলো। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার মৃতদেহ নিজ এলাকায় দাফন করা হয়েছে।