মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার দোহাজারী হাইওয়ে থানা প্রশাসন কমিউনিটি পুলিশিং ডে পালন করে। এ উপলক্ষে একটি র‌্যালী দোহাজারী বিওসির মোড় হইতে মৌলভীর দোকান পর্যন্ত চট্টগ্রাম-কক্সাবজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদিক্ষন শেষে হাইওয়ে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের বক্তব্য রাখেন এসআই আবদুল মোতালেব, শ্রমিক নেতা আরেফ আলী বাচা, আবুল মালেক আবু তৈয়ব, আসাদ আলী ও যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন মিন্টু প্রমুখ। সভায় বক্তারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও ইভটিজিং রোধে কমিউিনিটি পুলিশিং ব্যবস্থার সৃষ্টি হয়। সভায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার প্রবর্তক বর্তামান পুলিশের আইজি একেএম শহিদুল হককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।