জসিম উদ্দিন টিপু,টেকনাফ:

টেকনাফে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউ এফপি)’র স্কুল ফিডিং প্রকল্প ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদ হোসাইন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস, প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম, মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র দাশ, ফিল্ড মনিটর বশির আহমদ, আল ফায়েদ, রেজাউল করিম, আবু হাসান প্রমুখ। উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে শিক্ষা অফিসার এমদাদ হোসাইন চৌধুরী টেকনাফ উপজেলার সরকারী-বেসরকারী ১৫৯টি বিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতি আহবান জানান। অনুষ্টান সঞ্চালনা করেন, প্রকল্পের ফিল্ড মনিটর চান্দা থাইন রাখাইন।#