বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ২ দিনের সরকারি সফরে কক্সবাজারে আসছেন শনিবার। ২৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২ দিনব্যাপী সরকারি সফরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের মননবিকাশে ‘ড্রামা থেরাপির কার্যক্রম, কক্সবাজারের সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময়, কক্সবাজার মডেল হাই স্কুলে ক্লাসরুম থিয়েটার কার্যক্রম এবং কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির নতুন জমি পরিদর্শন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
২৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজারের সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় সভায় সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সংগঠকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

-বিজ্ঞপ্তি