মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকা থেকে গাঁজা ক্রয়-বিক্রয়কালে দুই যুবককে আটক করা হয়েছে। আটক গাঁজা বিক্রেতা মোঃ আবির (২০) মালুমঘাট বাজারের চিহ্নিত গাঁজা ব্যবসায়ী বাদশা মিয়া প্রকাশ গাঁজা বাদশার ছেলে এবং অপরজন (ক্রেতা) মহসিন (৩৫) একই এলাকার রওশন আলীর ছেলে।

শনিবার (২১অক্টোবর) বেলা আড়াই’টায় মালুমঘাট চা বাগান সড়ক থেকে তাদের আটক করা হয়। চা বাগান সড়কে গাঁজা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী তাদের হাতেনাতে আটক করেন। পরে উভয়কে চকরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, মালুমঘাট এলাকায় গাঁজা বাদশার নেতৃত্বে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছিল গাঁজা ও মাদক ব্যবসা। আমি এলাকাবাসীর সহযোগীতায় তা বন্ধ করতে সক্ষম হই। নতুন করে তার পুত্র গাঁজা বিক্রিকালে ক্রেতাসহ উভয়কে আটক করে চকরিয়া থানায় সোপর্দ করেছি। আশাকরি পুলিশ তার আইনগত ব্যবস্থা নেবে।