প্রেস বিজ্ঞপ্তি :

২০১৭ সালের ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা আগামী ২৯ শে ডিসেম্বর ২০১৭ ইং রঙিখালী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন ও সদস্য সচিব জয়নাল মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৭ সালের ড.গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষায় টেকনাফ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আর তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৬০ জনকে বৃত্তি প্রদান করা হবে। চতুর্থ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রণীত এ বৃত্তি পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। স্কুল ও মাদ্রাসার জন্য পৃথক প্রশ্ন প্রণয়ন করা হবে। প্রতি শ্রেণীতে ৩ জন ট্যালেন্টপুল, ৭ জন সাধারণ ও ৫ জন প্রতিভাধর শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এভাবে চতুর্থ শ্রেণীতে ১৫ জন এবং সপ্তম শ্রেণীতে ১৫ করে স্কুলে বিভাগে ৩০ ও মাদ্রাসা বিভাগে ৩০ সর্বমোট ৬০ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে টেকনাফ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার সিলেবাস ও ফরম বিতরণের কাজ শুরু করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বৃত্তিফরম পূরন করা যাবে। উল্লেখ্য রঙিখালী স্টুডেন্ট ফোরাম ২০১৬ সাল থেকে এ বৃত্তি প্রকল্প চালু করেছে এবং ঐ বছর হ্নীলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তন্মধ্যে ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।