নুরুল আমিন হেলালী, কুতুবদিয়া থেকে:

কুতুবদিয়ায় পনিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, তাজবি (১) বছরের শিশুটি তার নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে গিয়েছিল। ১৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায় অন্যান্য শিশুদের সাথে নানার বাড়ির পার্শ্ববর্তী খালে খেলতে নামলেসে পানিতে পড়ে যায়। বাড়িতে অনেক খোঁজাখুজির পর তাজবিকে না ফেয়ে খালের দিখে গেলে সে খানে পানিতে ভাসমান অবস্থায় তাজবিকে পাওয়া যায়। তাৎক্ষনিক তাকে আত্মীয় স্বজনরা পানি থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে। হাসপাতালের ইর্মাজেন্সিতে কর্তব্য চিকিৎসক মোহাম্মদ রাশেদ জানান, উত্তর ধূরুং এর চুল্ল্যার পাড়ার মোহাম্মদ পারভেজ এর শিশু পুত্র তাজবিকে সকাল সাড়ে ১১ টায় হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌছার পূর্বেই তাজবির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। তাজবির মৃত্যুর সংবাদ শোনে তার মা বাবা কান্না ভেঙ্গে পড়েন।রাবেয়া এন্টারপ্রাইজ এর স্বথাধিকারী মিজানুর রহমান জানান কুতুবদিয়ার প্রতিটি বাড়ীর সামনে কিংবা পিচনে কুয়া থাকায় প্রায় সময় বাবা মায়ের অসতর্কতার কারনে পানিতে পড়ে শিশুদের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।