সংবাদদাতা:
হাফেজে কুরআনদের কল্যাণে গঠিত সংগঠন ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭অক্টোবর) দুপুরে শহরের কস্তুরাঘাট সংলগ্ন ফয়সাল টাউয়ারস্থ দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহ্ফিজুল কুরআন মাদরাসায় আনুষ্ঠানিক কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী সভাপতি, হাফেজ মাওলানা এডভোকেট রিদওয়ানুল কবির জুবাইর সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা জামালুদ্দীন তাওহীদ সাংগঠনিক সাম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হুফফাজের চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ।
এসময় হুফফাজের জেলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনে জেলা কাউন্সিল সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে