শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ এলাকা থেকে দেলোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির অদূর থেকে লাশ উদ্ধার করেন পুশিল। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মো. সুলতানের পুত্র। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, সকালে ঘুম থেকে পার্শ্ববর্তী লোকজন বাড়ির অদূরে দেলোয়ারের লাশ দেখতে পায়। তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়–য়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত দেলোয়ারের স্ত্রী রুবি আকতারকে আটক করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।