এইচএম রুস্তম আলী, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সারাদেশের ন্যায় ঔষধ কোম্পানীতে কর্মরত সকল প্রতিনিধিদের স্বার্থ সংশ্লিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ফোরপিসহ সকল এনজিও প্রেসক্রিপশন সার্ভে নিষিদ্ধ ঘোষণার দাবীতে এবং সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডি.এ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধানসহ ৫ দফা দাবী দাওয়া নিয়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর আলোকে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে ঈদগাঁওতে দীর্ঘ মানব বন্ধন পালিত হয়েছে।
১৫ অক্টোবর সকাল ১০টার সময় ঈদগাঁও ডিসি সড়কস্থ নিউ মার্কেটের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা বাংলাদেশের একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প প্রতিষ্ঠান হল ঔষধ শিল্প। এ শিল্পে সারাদেশে মার্কেটিংয়ে নিয়োজিত প্রায় ২ লক্ষ ৩০ হাজার প্রতিনিধি দিনরাত পরিশ্রমের মাধ্যমে বাজারজাত করছেন। দেশে উৎপাদিত ঔষধ দেশের মানুষের শতভাগ চাহিদা মিটিয়ে বিশে^র প্রায় ১৩৭টি দেশে রপ্তানী হচ্ছে। কয়েকদিনের মধ্যে ঔষধ রপ্তানী আয় দাড়াবে বার্ষিক প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এদেশের উৎপাদিত ঔষধ বিশ্বের অন্যান্য দেশেও সমাদৃত বলে উল্লেখ করেন বক্তারা।
এসময় ফারিয়ার নেতৃবৃন্দের সাথে একাত্মতা পোষণ করেছে ডাঃ সোমাইয়া সুলতানা এমবিবিএস, ডাঃ নজরুল ইসলামসহ আরো অনেকে। উক্ত মানববন্ধনে ঈদগাহ ফারিয়ার সভাপতি শহিদুল ইসলাম, উপদেষ্টা আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক আনচারুল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, এনামুল হক, নারায়ন চন্দ্র কর্মকার, মোঃ জামসেদ আলী, রহমত উল্লাহ, ইছমাইল, মিলন সরকার, সুলতান মাহমুদ, আজিজুল হক. প্রদীপ কুমার সরকার, মাহি আলম সুজন, হেফাজত মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ সেলিম, এইচএম রুস্তম আলী, সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান, কামরুজ্জামান, আহাদুল মিয়া, বেলাল, মাসুম, উত্তম কুমার, ফারুক, শামিম হোসেন, নুরুজ্জামান, বদিউল আলম, গিয়াস উদ্দীনসহ শতাধিক ফারিয়া সদস্য উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।