জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৪ অক্টোবর শনিবার ৩ জনকে বিভিন্ন মেয়দে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো: মাহাবুব আলম। বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী।

লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দী বলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে লোহাগাড়া উপজেলার আধুনগর সর্দানী পাড়ার সিদ্দিক আহমদ এর পুত্র মোঃ বেলাল (৩৩)কে ৭ মাস ও চরম্বা বিবিরবিলা নুরুল কবিরের পুত্র মো: কাউসার (৩২)কে ৩ মাস এবং দন্ডবিধি ২৩ ধারা মতে বড়হাতিয়া সেনের হাট মোহসেন চৌধুরী পাড়ার মৃত মৌলানা বজলুর রহমানের পুত্র আমানত উল্লাহ (৩৮)কে ৩ দিনের সাজা প্রদান করেন।

থানা সুত্রে প্রকাশ, কাউসার ও বেলাল এলাকায় মাদক সেবক ও ব্যবসায়ী হিসেব পরিচিত। গত শুক্রবার তাদের আটক করা হয়। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের দরবারে হাজির করালে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালা করে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেন।