হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ৬৭টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে এসব গরু আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গরুগুলো সে দেশের বিজিপি (নাটালা) বাহিনী বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে- বাংলাদেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের বিক্রি করেন। আর তারা কৌশলে সীমান্ত অতিক্রম করে নাইক্ষ্যংছড়ি ও রামুর বিভিন্ন গ্রামে নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সদস্যরা অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুর মালিক দাবিকৃতরা দৌঁড়ে পালায়। পরে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রাম দিয়ে আটককৃত ৬৭টি গরু ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। গরু নিয়ে যাওয়ার সময় গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সদস্যরা বিজিবিকে সহযোগিতা করেন।
পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কচ্ছপিয়া ইউপির সাবেক সদস্য জসিম উদ্দিন ও নাইক্ষ্যংছড়ির ব্যবসায়ী মোস্তাক আহমদের নেতেৃত্বে আটককৃত গরুগুলো মিয়ানমার থেকে আনা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম বলেন, ‘মিয়ানমার থেকে গরুগুলো আনা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। কেউ সঠিক তথ্য প্রমান দিতে পারলে ছেড়ে দেওয়া হবে। অন্যতায় সুপারিশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের মধ্যে কচ্ছপিয়ার সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনকে খোঁজা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।