সংবাদদাতা:

টেকনাফের সাবরাং উচ্চবিদ্যালয়ে ১০ দিনের জ্যামিতি কোর্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচি (পেইস) এর অধীনে ২৯ সেপ্টেম্বর এই কোর্স অরম্ভ হয়।
৯ অক্টোবর ১০ দিনের প্রশিক্ষণ শেষ হয়। সাবরাং উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মৌফিজ দৌল্লাহর সভপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সোলতান আহম্মদ (বি.এ)।
উপস্থিত ছিলেন- আনিসুর রহমান (বিএসসি), হ্নীলা জমিরিয়া মাদরাসার আরী প্রভাষক মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ।
ব্র্যাক প্রতিনিধি হিসেবে ছিলেন- এলাকা ব্যবস্থাপক বাছির আহম্মদ, প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, ব্র্যাকের সিনিয়র প্রশিক্ষক মনির আহম্মদ চৌধুরী।
১০ দিনের প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। এতে নবম শ্রেনীতে প্রথম হয়েছে নবম শ্রেণীর ছাত্র মো ফাহাদ, ২য় মো ফয়সাল ৩য় রহমত উল্লাহ, ৪র্থ শেখ আবদুল্লাহ। দশম শ্রেণীতে ১ম দিলসাদ কামাল রাফিয়া, ২য় ফারহান আজাদ, ৩য় রোকিয়া আকতার এবং ৪র্থ স্থান করেছে রেজিয়া পারভিন।